
শুক্রবার, ১৩ অক্টোবর ২০১৭
নেত্রকোনায় দম্পতির লাশ উদ্ধার
Home Page » সারাদেশ » নেত্রকোনায় দম্পতির লাশ উদ্ধার
আল-আমিন আহম্মেদ, বঙ্গ-নিউজ:-নেত্রকোনা জেলা সদরের সাতপাই বাবুল সরনি সড়কে নিজ বাসা থেকে দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত দম্পতিদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশের প্রাথমিক ধারনা। শুক্রবার বেলা সাড়ে বারোটার দিকে নিহত দম্পতি স্বামী মিহির কান্তি বিশ্বাস (৬১) ও স্ত্রী তুলিকা বিশ্বাস (৪৯) লাশ উদ্ধার করা হয়। মিহির কান্তি বিশ্বাস পেশায় একজন শিক্ষক ছিলেন ও তুলিকা বিশ্বাস সমাজসেবা অধিদপ্তরের একজন মাঠকর্মী ছিলেন।
একতলা বাসাটির অন্যরোমের বাসিন্দা সরকারি চাকরিজীবী কমল চক্রবর্তীর সঙ্গে গত বুধবার সকালে সর্বশেষ দেখা হয় তুলিকা বিশ্বাসের। এরপর থেকেই তাঁদের বাসা তালাবদ্ধ ছিল’ বঙ্গ-নিউজকে এমনটি জানান কমল চক্রবর্তী। পুলিশ বাসার তালা ভেঙ্গে ভেঙে রান্নাঘর থেকে তুলিকা বিশ্বাসের লাশ ও শোবার ঘর থেকে মিহির কান্তি বিশ্বাসের লাশ উদ্ধার করে। নিহত দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
বাংলাদেশ সময়: ২৩:২৪:০৩ ৫৬৭ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News