রবিবার, ৯ জুন ২০১৩
“মাত্র ১১ রুপি- সোনমের পারিশ্রমিক”
Home Page » বিনোদন » “মাত্র ১১ রুপি- সোনমের পারিশ্রমিক”বঙ্গ-নিউজ ডটকমঃ মুক্তির অপেক্ষায় থাকা রাকেশ ওমপ্রকাশ মেহরা পরিচালিত ছবি ‘ভাগ মিলখা ভাগ’ এ অভিনয় করে মাত্র ১১ রুপি পারিশ্রমিক নিয়েছেন সোনম কাপুর!।ওমপ্রকাশ পরিচালিত ‘দিল্লি ৬’ এখনো সোনমের ক্যারিয়ারের অন্যতম সেরা ছবি। এই ছবির পর ওমপ্রকাশের সঙ্গে আবার কাজ করার জন্য মুখিয়ে ছিলেন অনিল-কন্যা সোনম।
সোনমের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, ওমপ্রকাশের সঙ্গে ‘দিল্লি ৬’ এর মতো ছবিতে অভিনয় করতে পেরে তিনি গর্বিত। ওই ছবির পর অনেকেই সোনমকে এখনো মাসাক্কালি গার্ল নামেই ডাকে।
সম্প্রতি ওমপ্রকাশ যখন সোনমকে আবার একটি ছবিতে অভিনয়ের প্রস্তাব দেন তখন তিনি তা লুফে নেন। এমনকি ছবিতে কাজ করার জন্য কোনো পারিশ্রমিকও দাবি করেননি সোনম। কেবল মজা করেই মাত্র ১১ রুপি দাবি করেন সোনম।
‘ভাগ মিলখা ভাগ’ ছবিটি বিখ্যাত ভারতীয় দৌঁড়বিদ মিলখা সিং এর জীবনসংগ্রাম ও সাফল্য নিয়ে নির্মিত। এই ছবিতে ভারতীয় মহিলা ভলিবল দলের অধিনায়কের চরিত্রে অভিনয় করেছেন সোনম কাপুর। ছবিতে সোনমের নাম নির্মল কাওর, তার বিপরীতে মিলখা সিং চরিত্রে অভিনয় করেছেন ফারহান আখতার।
কয়েক সপ্তাহ আগেই আনন্দ এল রায় পরিচালিত ‘রানঝানা’ ছবির শুটিং শেষ করেছেন সোনম। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন তামিল ছবির সুপারহিট অভিনেতা ধানুশ। ছবিটি মুক্তি পাবে ২১ জুন ২০১৩।
আর ‘ভাগ মিলখা ভাগ’ ছবিটি ১২ জুলাই ২০১৩ মুক্তি পাবার কথা রয়েছে। খুব কম সময়ের ব্যবধানে মুক্তি পেতে যাওয়া দুটো ছবি নিয়েই দারুণ আশাবাদী সোনম কাপুর।
বাংলাদেশ সময়: ১৯:১২:১০ ৪১১ বার পঠিত