শুক্রবার, ১৩ অক্টোবর ২০১৭

দ্বিতীয় বিয়েও টিকলো না কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী

Home Page » প্রথমপাতা » দ্বিতীয় বিয়েও টিকলো না কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী
শুক্রবার, ১৩ অক্টোবর ২০১৭



ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ দ্বিতীয় বিয়েও ভাঙল কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তীর। একবছর আগে বাগদান ও ঘরোয়া বিয়ের আয়োজনের পর গত জুলাইয়ে বিয়ের রেজিস্ট্রি হয় কলকাতার নায়িকা শ্রাবন্তীর। এই বছর তাদের আনুষ্ঠানিক আয়োজন করার কথা ছিল। টলিগঞ্জের জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি মুম্বাইয়ের সুপার মডেল কৃষাণকেই গতবছর ভালোবেসে বিয়ে করেন শ্রাবন্তী। শ্রাবন্তী-কৃষাণের পরিচয় হয় দেড় বছর আগে একটি বিজ্ঞাপনের কাজের সময়। এরপরেই ভালোলাগা থেকে প্রণয় এবং পরিণয়ের সিদ্ধান্ত। শ্রাবন্তীর জীবনে কৃষাণ প্রথম নন। এর আগে শ্রাবন্তীর বিয়ে হয়েছিল চলচ্চিত্র নির্মাতা রাজীব চক্রবর্তীর সঙ্গে। শ্রাবন্তী-রাজীবের ঘরে জন্ম নেয় ঝিনুক নামের এক পুত্র সন্তান। কিন্তু তাদের সে সংসার টেকেনি। এবার জানা গেলো, কৃষাণের সঙ্গেও সংসার টেকেনি শ্রাবন্তীর। ভারতীয় এক সংবাদমাধ্যমকে শ্রাবন্তী বলেন, কৃষ্ণ ভিরাজের সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে। বনিবনা হচ্ছে না বলে, আমরা দুজন মিলেই এ সিদ্ধান্ত নিয়েছি। ভিরাজের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আমি চাই, সে ভালো থাকুক।

বাংলাদেশ সময়: ১৪:৫২:৩০   ১৪০৮ বার পঠিত