শুক্রবার, ১৩ অক্টোবর ২০১৭
নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ বিক্রির সময় আশুলিয়ায় তিন ব্যবসায়ী আটক
Home Page » জাতীয় » নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ বিক্রির সময় আশুলিয়ায় তিন ব্যবসায়ী আটকবঙ্গ-নিউজঃ নিষেধাজ্ঞা অমান্য করে আশুলিয়ায় মা ইলিশ বিক্রির সময় তিন মাছ ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি, উত্তর)। শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় আশুলিয়ার বাইপাইল আজমেরী প্লাজার পেছনে একটি বাঁশ ঝাড়ের আড়াল থেকে তাদের আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে প্রায় ১২ মণ মা ইলিশ জব্দ করা। তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের পরিচয় পাওয়া যায়নি।
এ ব্যাপারে ঢাকা জেলা গোয়েন্দা শাখা পুলিশের (ডিবি, উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, ১ থেকে ২২ অক্টোবর পর্যন্ত প্রজননের জন্য ইলিশ মাছ ধরা, পরিবহন, ক্রয়-বিক্রয় ও আদান প্রদান নিষিদ্ধ করেছে সরকার। গোপন সংবাদের ভিত্তিতে সকালে বাইপাইল আজমেরী প্লাজার পেছনে একটি বাঁশ ঝাড়ে অভিযান চালিয়ে ১২ মণ মা ইলিশসহ তিন মাছ ব্যবসায়ীকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটক মাছ ব্যবসায়ীদের সাভার নির্বাহী ম্যাজেস্ট্রেটের কাছে নিয়ে যাওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১২:৪৭:১১ ৪৭৬ বার পঠিত