রবিবার, ৯ জুন ২০১৩

“রোলাঁ গাঁরোয় শিরোপা পেলেন সেরেনা”

Home Page » খেলা » “রোলাঁ গাঁরোয় শিরোপা পেলেন সেরেনা”
রবিবার, ৯ জুন ২০১৩



serena-sm20130608094731.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ ১১ বছর পর ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় শিরোপা হাতে তুললেন শীর্ষ তারকা সেরেনা উইলিয়ামস। গতবারের চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভার বিপক্ষে শনিবার ৬-৪, ৬-৪ গেমের দারুণ জয় পেয়েছেন আমেরিকান তারকা।১৬তম গ্র্যান্ড স্ল্যাম নিয়ে সর্বকালের সেরার তালিকায় ক্রিস এভার্ট ও মার্টিনা নাভ্রাতিলোভার পর চতুর্থ স্থানে সেরেনা।

গত বছর ফ্রেঞ্চ ওপেনে প্রথম রাউন্ডেই বিদায় নিতে হয়েছিল সেরেনাকে। এরপর থেকেই যেন অপ্রতিরোধ্য। এনিয়ে গত চারটি গ্র্যান্ড স্ল্যামের তিনটিই পেলেন। উইম্বলডন, ইউএস ওপেনের পর এবার ফ্রান্স জয়। উন্মুক্ত যুগে রোলাঁ গাঁরোয় সবচেয়ে বয়সী চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডও গড়লেন ৩১ বছর ২৪৭ দিনে পা দেওয়া সেরেনা। আগের রেকর্ডটি ছিল ১৯৮৬ সালে ক্রিস এভার্টের দখলে।

অন্যদিকে ২০০৪ সালের পর থেকে সেরেনার কাছে টানা ১০ ম্যাচ হারলেন শারা

বাংলাদেশ সময়: ১৯:০১:২৭   ৪৩৩ বার পঠিত