শুক্রবার, ১৩ অক্টোবর ২০১৭

বেইলি সেতু ভেঙ্গে গেছে,যান চলাচল বন্ধ

Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » বেইলি সেতু ভেঙ্গে গেছে,যান চলাচল বন্ধ
শুক্রবার, ১৩ অক্টোবর ২০১৭



ভেঙে পড়া বেইলী সেতু

আল আমিন আহম্মেদ,বঙ্গ-নিউজ: সুনামগঞ্জ এর মদনপুর,দিরাই,শাল্লা সড়কে সরাসরি যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। সড়কের ২৫ কিলোমিটার অংশের দর্গাপুর গ্রাম পার্শ্ববর্তী বেইলী সেতু ভেঙে পড়ায় এই সড়কে বিগত কয়েক দিন যাবৎ সরাসরি যান চলাচল বন্ধ হয়ে পড়ে।গেল বুধবার সকাল সাড়ে আটটাটায় সড়ক ও জনপথ বিভাগের কার্পেটিং এর মালামাল নিয়ে যাওয়ার সময় পণ্য বহনকারী ট্রাকটি বেইলী সেতু ভেঙে যায়। এরপর থেকে এই দুই উপজেলাসহ দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সাথে জেলা শহরগুলোর সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।প্রত্যক্ষ দর্শীরা বঙ্গ-নিউজকে জানান যে, সেতুটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে। সড়ক ও জনপথ কর্তৃপক্ষ এ ব্যাপারে উদাসীন থাকায় দিরাই ও শাল্লা উপজেলা এবং দক্ষিণ সুনামগঞ্জের একাংশের কমপক্ষে ৫ লাখ মানুষের সুনামগঞ্জ জেলা সদরসহ সারা দেশের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিকট শব্দ শুনে লোকজন সেখানে গিয়ে দেখেন ট্রাকসহ সেতুটি ভেঙে পড়েছে এবং চালকসহ দুইজন আহত হয়েছে। স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এক কর্মকর্তা বঙ্গ-নিউজকে আরোও জানিয়েছেন যে অাগামী কয়েক দিনের মধ্যে এই রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।

বাংলাদেশ সময়: ০:৩৭:৪১   ৫২৩ বার পঠিত   #  #  #  #  #  #