রবিবার, ৯ জুন ২০১৩

” যুক্তরাষ্ট্র সফরে জিতল স্পেন”

Home Page » খেলা » ” যুক্তরাষ্ট্র সফরে জিতল স্পেন”
রবিবার, ৯ জুন ২০১৩



spain-sm20130609033217.jpgবঙ্গ- নিউজ ডটকমঃ : কনফেডারেশন্স কাপের আগে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে এখন যুক্তরাষ্ট্রে স্পেন। শনিবার প্রথমটিতে হাইতির বিপক্ষে ২-১ গোলে জিতেছে বিশ্বচ্যাম্পিয়নরা।৫৯ নম্বর র‌্যাঙ্কিং দলের সঙ্গে শুরু থেকেই আধিপত্য ধরে রেখেছিল বিশ্বসেরা দলটি। সাত মিনিটে স্পেনকে এগিয়ে দেন সান্তিয়াগো কাজোরলা। হুয়ান মাতার পাসে সেস ফেব্রিগাসের গোলে ১৮ মিনিটে ২-০ ব্যবধান হয় তাদের।

দ্বিতীয়ার্ধে ৭৭ মিনিটে ডোনাল্ড ওয়াইল্ডের গোলে স্প্যানিশদের একটু ভড়কে দিয়েছিল হাইতি। ব্যবধান কমানো ছাড়া আর সুবিধা করতে পারেনি। শেষ ৪৫ মিনিটে ম্যাচ একটু ছেড়ে দিয়েছিল স্পেন। ম্যাচ শেষে ভিসেন্ত দেল বস্ক স্বীকারও করলেন,‘দ্বিতীয়ার্ধে আমরা চাপ কম নিয়ে খেলেছিলাম। হাইতি সুযোগ কাজে লাগিয়েছে।’ চারজন খেলোয়াড়কে অদল বদলও করেছিলেন বিশ্বজয়ী এই কোচ।

মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে ইয়াঙ্কি স্টেডিয়ামে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে স্পেন। এরপর কনফেডারেশন্স কাপের উদ্দেশে ব্রাজিল যাবে তারা। একই দিন হাইতিও ইতালির সঙ্গে লড়বে, তবে ম্যাচটি হবে ব্রাজিলে।

বাংলাদেশ সময়: ১৮:৫৬:১৩   ৪৩১ বার পঠিত