বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০১৭
দ্রুত রান তুলতে গিয়ে বিপদে বাংলাদেশ
Home Page » ক্রিকেট » দ্রুত রান তুলতে গিয়ে বিপদে বাংলাদেশবঙ্গ-নিউজঃ দ্রুত রান তুলতে গিয়ে বিপদে পড়েছে বাংলাদেশ। ওপেনিং জুটি ইমরুল-সৌম্যের পর বেশিক্ষণ টিকল না লিটন-মুশফিক জুটিও। সিবোটোর বলে সাজঘরে ফিরেন লিটন, মাত্র ৮ রান করে।
পরের ওভারেই পাংগিসোর বলে মাঠ ছাড়েন ২২ রান করা মুশফিকুর রহিম। তিনটি বাউন্ডারি হাঁকান তিনি।
এখন ক্রিজে আছেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ।
বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৮১ রান।
দিনের শুরুতে বাউন্ডারি হাঁকিয়ে দ্রুত রান তুলেন ইমরুল কায়েস। তার সংগ্রহের প্রায় পুরোটাই ছিল বাউন্ডারির সংগ্রহ। ছয় বাউন্ডারিতে ২৭ রান করে সাজঘরে ফিরেন তিনি।
এরপর মুশফিকুর রহমানও শুরুটা করেন বাউন্ডারি হাঁকিয়ে। ৩৬ বলে তিন বাউন্ডারি হাঁকিয়ে তার সংগ্রহ ২২ রান।
বাংলাদেশ সময়: ১৫:৩৮:১৯ ৫৪৬ বার পঠিত