বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০১৭

আমার প্রস্থান - রুকসানা হক

Home Page » সাহিত্য » আমার প্রস্থান - রুকসানা হক
বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০১৭



প্রতিকী ছবি
আমি ভিটের একটি অংশ ছেড়ে চলে যাচ্ছি,
আমি একটি পূর্ণিমা রাত ছেড়ে চলে যাচ্ছি
চলে যাচ্ছি বৃষ্টিতে ভেজা মৃত্তিকার আঁচল ছেড়ে।
কিন্তু আমার ললাটে তোমার আত্মজীবনী লেখা,
আমি শুধু এটুকুই সম্বল করে অন্তত একুশবার সংগঠিত হবো,
একুশবার ধমনীর রক্তপ্রবাহে তোমার নাম লিখবো।
তোমার নাম লিখতে গিয়ে আমার হৃদপিন্ড বেহদ কঁকিয়ে উঠবে,
এ অন্তর এতবার তুমি ফুটো করেছো যে
আরাকানের মাটিও অতবার ফুটো করেনি হিংস্র সুচি।
আমি কবিতার একটি অংশ ত্যাগ করে চলে যাচ্ছি,
আমি দিগন্তের মধ্যরেখা অতিক্রম করে চলে যাচ্ছি,
চলে যাচ্ছি বেতফল অরণ্যের সবুজ আবেগ ছেড়ে,
কিন্তু আমার শিরায় তোমার আত্মজীবনী লেখা।
আমি শুধু এটুকুই সম্বল করে অন্তত চাবুকের মতো তেত্রিশ বার ঝলকে উঠবো,
তেত্রিশ বার ভরা জোছনায় ভেসে যাবো।
জোছনায় ভাসতে গিয়ে আমার দু’চোখ দৃষ্টি হারাবে।
এ দু’টি চোখে তুমি এত নোনাজল ঢেলেছো যে
অতটা জলে ভাসেনি উত্তরের জনপদ

রুকসানা হক

বাংলাদেশ সময়: ১১:৪৩:০৯   ১৬৭৬ বার পঠিত   #  #  #  #  #  #