বুধবার, ১১ অক্টোবর ২০১৭

মেসির ক্যারিশমায় ১৬ বছরের রেকর্ড ভাঙল আর্জেন্টিনা

Home Page » খেলা » মেসির ক্যারিশমায় ১৬ বছরের রেকর্ড ভাঙল আর্জেন্টিনা
বুধবার, ১১ অক্টোবর ২০১৭



 মেসি

বঙ্গ-নিউজঃ ইকুয়েডরের মাঠে জয়টা যেন অধরাই ছিল আর্জেন্টিনার। দীর্ঘ ১৬ বছর কেটে গেছে একবারও ইকুয়েডরের মাঠে তাদের হারাতে পারেনি ম্যারাডোনার উত্তরসূরীরা।

কিন্তু বুধবার ঠিকই ইকুয়েডরের মাঠে জয় পেল সাম্পাওলির শিষ্যরা। আর এ জয়ে ক্যারিশমা দেখিয়েছেন ফুটবলের জাদুকর লিওনের মেসি।
মেসির হ্যাটট্টিকে অবশেষে সব শঙ্কা দূর করে রাশিয়া বিশ্বকাপের টিকিট পেয়েছে আর্জেন্টিনা। আর এই টিকিট পেতে ১৬ বছরের রেকর্ড ভাঙল নীল-সাদ জার্সিধারীরা।

এই ম্যাচের আগে ইকুয়েডরের মাঠে সর্বশেষ তারা জয় পেয়েছিল ২০০১ সালে। ওই সময় আকাশি-নীল জার্সিধারীদের দলে হুয়ান সেবাস্তিয়ান ভেরন, হারনান ক্রেসপো ছাড়াও ছিলেন ডিয়েগো সিমিওনে, পাবলো সোরিনের মতো মিডফিল্ডাররা। প্রকৃতপক্ষেই তারা ছিলেন বিশ্বশক্তি।

গত ১৬ বছরে ৪ বার ইকুয়েডরের মাঠে স্বাগতিকদের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। এর ২টি হেরেছে ও ২টি ড্র করতে পেরেছে আকাশি-নীলরা।

বাংলাদেশ সময়: ১৪:৪৮:১২   ৫৫০ বার পঠিত   #  #  #  #  #  #