মঙ্গলবার, ১০ অক্টোবর ২০১৭
ফের নতুন বিতর্কে জড়িয়ে পড়লেন সালমান খান
Home Page » প্রথমপাতা » ফের নতুন বিতর্কে জড়িয়ে পড়লেন সালমান খানবঙ্গ-নিউজঃ নতুন বিতর্কে জড়িয়ে পড়েছেন বলিউড তারকা সালমান খান। ঘটনা গড়িয়েছে থানা পুলিশ পর্যন্ত। বিগ বসের এক প্রতিযোগীর অভিযোগের ভিত্তিতেই এমন ঝামেলায় পড়েছেন অনুষ্ঠানটির হোস্ট সালমান খান।
জানা যায়, সামলানের বিরুদ্ধে বিগবস সিজন-১১ এর একজন প্রতিযোগীকে হুমকি দেয়ার অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জুবের খান নামের এই প্রতিযোগী। অ্যানটপ হিল পুলিশ স্টেশনে সালমানের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। জুবেরের দাবি, তাকে দেখে নেয়ার হুমকি দিয়েছেন সালমান খান। এনিয়ে দুশ্চিন্তায় মাত্রাতিরিক্ত ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন তিনি।
এদিকে, সিজন চলাকালে জুবের খানের বিরুদ্ধে হাউসমেট বান্দগি কার্লা এবং আরশি খানের সাথে অশ্লীল ভাষা ব্যবহারের অভিযোগ রয়েছে। এমনকি তিনি আরশিকে ‘দুই টাকার মহিলা’ বলেছেন বলেও ইন্ডিয়া টাইমসের খবর প্রকাশ করে। এর আগে সালমান বিগ বসের ‘উইকঅ্যান্ড কা ওয়ার’-এ প্রতিযোগীদের উচ্ছৃঙ্খল আচরণের জন্য ভৎসনা করেন।
বিগবস সংশ্লিষ্টরা জানান, আরশিদের সাথে জুবের খানের অশ্লীল ভাষা ব্যবহারের কথা শুনে রেগে যান সালমান। জুবের প্রতি নিজের ভাবমূর্তি নষ্ট না করার অনুরোধ করেন সালমান।
তবে ঘটনা এখানেই শেষ নয়। জানা যায়, নিজেকে দাউদ ইব্রাহিমের বোন হাসিনা পার্কারের জামাই হিসেবে প্রথম থেকেই দাবি করেছিলেন জুবের। এ বিষয়ে মিথ্যা পরিচয় না দেয়ারও অনুরোধ করেন সালমান। এমনকি সালমানকে ‘ভাই’ বলে না ডাকতে সতর্ক করা হয় জুবেরকে
বাংলাদেশ সময়: ১৫:৫৯:১৮ ৫১৯ বার পঠিত #24 Live Newspaper Choose hotel for your vacation Worl #Bangla News 24 and rest of all continuously updated Ban #Barisal #BD News 24 #Chittagong #Comilla." Chittagong Dhaka Sylhet Bari #Khulna #Rajshahi #Rangpur #Sylhet