মঙ্গলবার, ১০ অক্টোবর ২০১৭

ব্লু-হোয়েল বিষয়ে বিটিআরসিকে তদন্তের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

Home Page » প্রথমপাতা » ব্লু-হোয়েল বিষয়ে বিটিআরসিকে তদন্তের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
মঙ্গলবার, ১০ অক্টোবর ২০১৭



ফজলুল হক, বঙ্গ নিউজ ডটকমঃ ”ব্লু হোয়েল” বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শাহজাহান মাহমুদকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার বিকেল ৪টার দিকে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় মন্ত্রী এ কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিটিআরসির চেয়ারম্যানকে এ বিষয়ে খোঁজখবর নিয়ে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে। আমরা শুনেছি, ইন্টারনেটনির্ভর একটি গেমে আসক্তি হয়ে একজন আত্মহত্যা করেছে। এ ঘটনাটা আমরা শোনার সঙ্গে সঙ্গে বিটিআরসি চেয়ারম্যানকে এ বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে।  মারজানের বোন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে , গত বৃহস্পতিবার রাজধানীর ধানমণ্ডির সেন্ট্রাল রোডে একটি বাসা থেকে কিশোরী স্বর্ণার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এর পর থেকেই তার পরিবারের সন্দেহ যে তাদের মেয়ে ‘ব্লু হোয়েল’ গেমসে আসক্ত হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

সৌদি আরব প্রবাসী হাফেজ আব্দুল কাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় জানতে পারেনঃ ব্লু হোয়েল গেম একটি ফোন নম্বর ব্যবহার করছে।  +917574999093 এই নম্বর থেকে কোনো কল বা মেসেজ আসলে তা রিসিব করবেন না । “popcorncarnival” এই নামে কোনো ইন্টারনেট লিং আসলে ক্লিক করবেন না। এটি ব্লু হোয়েল গেম এর একটি গোপন লিং। তারা আপনার মোবাইল এর তথ্য চুরি করবে এবং আপনাকে ব্লু হোয়েল গেমটি খেলতে বাধ্য করবে। অন্য নামে ফিরে এল ব্লু হোয়োল সন্ত্রাস! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই মর্মে ঘুরছে একটি ফোন নম্বর ও একটি ইন্টারনেট লিঙ্ক। ওয়েব হোক্স ধরার বিভিন্ন সাইট সম্প্রতি জানিয়েছে যে, হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে popcorncarnival নামে কোনও লিঙ্ক এলে সাবধানে থাকাই উচিত। বিখ্যাত সাইট হোক্স স্লেয়ার জানাচ্ছে, প্রথমে একটি ভিডিও লিঙ্ক হিসেবে popcorncarnival হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের মেসেজ বক্সে ঢোকে। তার পরে তাতে ক্লিক করলেই তা পৌঁছয় হ্যকারদের হাতে। তবে হোক্স স্লেয়ার-এর মতে, এটা হ্যাকিংয়ের চাইতে বেশি কিছু নয়। কিন্তু টেক স্যাটায়ার নামের একটি ইউটিউব চ্যানেল সম্প্রতি দাবি করেছে এই হ্যাকারদের সঙ্গে যোগ রয়েছে ব্লু হোয়েল গেম-কর্তাদের। মোবাইল হ্যাক করে তারা গোপন তথ্য সংগ্রহ করে এবং ব্ল্যাকমেলের ভয় দেখিয়ে ব্লু হোয়েল গেম খেলতে বাধ্য করছে বলেই জানিয়েছে তারা। এখানেই শেষ নয়। +917574999093— এই মোবাইল নম্বরটিও বার বার উঠে আসছে এই প্রসঙ্গে। সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে এই নম্বরটি বাইরাল। জানানো হচ্ছে, এই নম্---বর থেকে কোনও উড়ো ফোন বা মেসেজ আসতে পারে যখন-তখন। সেই কল রিসিভ করলে বা মেসেজটি ক্লিক করলে হ্যাকিংয়ের সম্ভাবনা যথেষ্ট। এবং সেই হ্যাকিংও ঠেলে নিয়ে যেতে পারে মরণ খেলা ব্লু হোয়েল-এর দিকে।

‘ব্লু হোয়েল’ বা ‘ব্লু হোয়েল চ্যালেঞ্জ’ একটি অনলাইন গেইম, যা অংশগ্রহণকারীকে মৃত্যুর পথে নিয়ে যায়। নীল তিমিরা মারা যাওয়ার আগে জল ছেড়ে ডাঙায় ওঠে যেন আত্মহত্যার জন্যই- সেই ধারণা থেকে এই গেইমের নাম হয়েছে ‘ব্লু হোয়েল’।

বাংলাদেশ সময়: ০:৫৬:৫১   ৯৭৬ বার পঠিত