সোমবার, ৯ অক্টোবর ২০১৭
গাজীপুরে ট্রাকের ধাক্কায় শিশুর মর্মান্তিক মৃত্যু
Home Page » প্রথমপাতা » গাজীপুরে ট্রাকের ধাক্কায় শিশুর মর্মান্তিক মৃত্যুমোঃ ফজলুল হক গাজীপুর প্রতিনিধি, বঙ্গ নিউজ ডটকমঃ গাজীপুরে ট্রাকের ধাক্কায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১২টার দিকে মহানগরীর কড্ডা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ১২ বছর বয়সী জিদান ওই এলাকার মুসা মিয়ার ছেলে।
শিশুটি সাইকেলযোগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় একটি ট্রাক ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই বিনয় কুমার বিষয়টি নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ২৩:৩৮:১৩ ৬৭৬ বার পঠিত