সোমবার, ৯ অক্টোবর ২০১৭

গাজীপুরে ট্রাকের ধাক্কায় শিশুর মর্মান্তিক মৃত্যু

Home Page » প্রথমপাতা » গাজীপুরে ট্রাকের ধাক্কায় শিশুর মর্মান্তিক মৃত্যু
সোমবার, ৯ অক্টোবর ২০১৭



মোঃ ফজলুল হক গাজীপুর প্রতিনিধি, বঙ্গ নিউজ ডটকমঃ গাজীপুরে ট্রাকের ধাক্কায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১২টার দিকে মহানগরীর কড্ডা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ১২ বছর বয়সী জিদান ওই এলাকার মুসা মিয়ার ছেলে।

শিশুটি সাইকেলযোগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় একটি ট্রাক ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা ক---রেন।

নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই বিনয় কুমার বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৮:১৩   ৬৭৬ বার পঠিত