সোমবার, ৯ অক্টোবর ২০১৭
সরকারের সৃষ্ট রোহিঙ্গা সংকট সে দেশের সরকারকেই সমাধান করতে হবে:ওবায়দুল কাদের
Home Page » জাতীয় » সরকারের সৃষ্ট রোহিঙ্গা সংকট সে দেশের সরকারকেই সমাধান করতে হবে:ওবায়দুল কাদেরবঙ্গ-নিউজ: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, মিয়ানমার সরকারের সৃষ্ট রোহিঙ্গা সংকট সে দেশের সরকারকেই সমাধান করতে হবে। সোমবার (০৯ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় কর্ণফুলী টানেলের জন্য নির্ধারিত এলাকা পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, ‘মায়ানমার সরকার রোহিঙ্গা সংকট তৈরি করেছে। আর এ সংকটকের সমাধানও সে দেশের সরকারকেই করতে হবে। বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গা নাগরিকদের নিজ দেশে ফিরিয়ে নিতে সে দেশের মন্ত্রী ঢাকা সফরকালে যে প্রতিশ্রুতি দিয়েছে তা বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়কে জোরালো ভূমিকা পালন করতে হবে।’
সেতুমন্ত্রী বলেন, জি-টু-জি পদ্ধতিতে নির্মাণাধীন কর্ণফুলী টানেলের অর্থ ছাড়ে কোনো প্রতিবন্ধকতা নেই। টানেলের নির্মাণকাজ চলেছে। সংযোগ সড়কসহ টানেল নির্মাণে ব্যয় হবে প্রায় সাড়ে আট হাজার কোটি টাকা। এর মধ্যে চীন সরকার দিবে প্রায় পাঁচ হাজার কোটি টাকা।
এ সময় শামসুল হক চৌধুরী এমপি, তাজুল ইসলাম এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক মফিজুর রহমানসহ কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্প এবং সওজ চট্টগ্রাম জোনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬:৪৬:৩৮ ৪১৯ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news