
সোমবার, ৯ অক্টোবর ২০১৭
জঙ্গি আস্তানা সন্দেহে যশোর সদরের ঘোপ নোয়াপাড়া রোড এলাকার একটি বাড়ি ঘেরাও
Home Page » জাতীয় » জঙ্গি আস্তানা সন্দেহে যশোর সদরের ঘোপ নোয়াপাড়া রোড এলাকার একটি বাড়ি ঘেরাও
বঙ্গ-নিউজ: জঙ্গি আস্তানা সন্দেহে যশোর সদরের ঘোপ নোয়াপাড়া রোড এলাকার একটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে চারতলা ভবনটি ঘিরে রেখা হয় বলে জানা যায়।
পুলিশ জানায়, রোববার (৮ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া গোয়েন্দা পুলিশের একটি দল যশোরে যায়। এরপর স্থানীয় পুলিশের সহায়তা নিয়ে রাতেই ওই বাড়ি ঘিরে ফেলা হয়।
সোয়াত টিসের সদস্যরা পৌঁছার পর অভিযান শুরু হবে বলে জানিয়েছেন যশোর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাইমুর রহমান। তবে সকাল ১০টা নাগাদ বাড়িটিতে অভিযানে চালানোর কথা রয়েছে।
ঘিরে রাখা বাড়িটির মালিক যশোর জেলা স্কুলের শিক্ষক হায়দার আলী। ভবনটিতে হ্যান্ড গ্রেনেডসহ বিস্ফোরক রয়েছে বলে নিশ্চিত হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া খাদিজার কাছে তিনটি সুইসাইডেল ভেস্ট রয়েছে বলেও সাংবাদিকদের তথ্য জানিয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিট।
পুলিশের ধারণা, বাড়িটিতে অবস্থান করছে হলি আর্টিজান হামলার অন্যতম আসামি হাদিসুর রহমানের স্ত্রী ও মারজানের বোন খাদিজা।
বাংলাদেশ সময়: ১০:১০:৪৮ ৫৬৬ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news