রবিবার, ৮ অক্টোবর ২০১৭
হেলমেটে আঘাত পেয়ে হাসপাতালে মুশফিক
Home Page » আজকের সকল পত্রিকা » হেলমেটে আঘাত পেয়ে হাসপাতালে মুশফিকবঙ্গ-নিউজঃ ডুয়ানে অলিভিয়েরের বাউন্সার হেলমেটে আঘাত পাওয়া মুশফিকুর রহিমকে আউটের পর হাসপাতালে নেওয়া হয়েছে।
দলের ম্যানেজার মিনহাজুল আবেদীন জানান, সতর্কতার অংশ হিসেবে হাসপাতালে আনা হয়েছে বাংলাদেশ অধিনায়ককে। প্রাথমিকভাবে চিকিৎসক কোনো সমস্যা দেখেননি। মুশফিক পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে জানান, তিনি ঠিক আছেন।
বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ১৪তম ওভারে অলিভিয়েরের বাউন্সার মুশফিকের হেলমেটে আঘাত হানে। অনেক আগেই চোখ সরিয়ে নেওয়া ডানহাতি ব্যাটসম্যান আঘাত পাওয়ার পিচ ছেড়ে একটু এগিয়ে বসে পড়েন। একটু সময় পর শুয়ে পড়তে দেখা যায় তাকে।
সতীর্থ ইমরুল কায়েস, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা আর দুই আম্পায়ার ছুটে আসেন মুশফিকের দিকে। বাংলাদেশের ফিজিও, দক্ষিণ আফ্রিকার চিকিৎসক ঢুকেন মাঠের ভেতরে।
কিছুটা সময় পরে উঠে দাঁড়ান মুশফিক। হেলমেট বদলিয়ে ব্যাটিং শুরু করেন। অলিভিয়েরের পরের বলটাও ছিল বাউন্সার, এবার শেষ সময় পর্যন্ত চোখ রেখে ছেড়ে দেন তিনি। পরে ঠিকঠাক মতো সামলান অলিভিয়েরের আরও বাউন্সার।
আরও ৪০ মিনিট ব্যাট করার পর ফিরেন মুশফিক। ওয়েইন পার্নেলের বল ছেড়ে দিয়ে হন এলবিডব্লিউ।
গত জানুয়ারিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে একইভাবে আঘাত পেয়েছিলেন মুশফিক। সেবার স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছিল তাকে। সরাসরি নেওয়া হয়েছিল হাসপাতালে।
বাংলাদেশ সময়: ১৯:১২:৫৬ ৬৫৫ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News