রবিবার, ৮ অক্টোবর ২০১৭
বিচার বিভাগের স্বাধীনতা থাকবে কি না এ নিয়ে দেশে সংকট চলছে:মওদুদ আহমেদ
Home Page » জাতীয় » বিচার বিভাগের স্বাধীনতা থাকবে কি না এ নিয়ে দেশে সংকট চলছে:মওদুদ আহমেদ
বঙ্গ-নিউজ: সংবিধান অনুযায়ী বিচার বিভাগের স্বাধীনতা থাকবে কি না এ নিয়ে দেশে সংকট চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমেদ। রোববার (৮ অক্টোবর) দুপুরে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ছুটিকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মানববন্ধন কর্মসুচিতে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, একটি মামলার রায়কে কেন্দ্র করে এ সংকট। রায় সরকারের পছন্দ হয়নি, এজন্য রায়ের প্রতিক্রিয়া হিসেবে সরকার ও সরকারি দলের লোকেরা নজির বিহীন আচরণ করছে।
মওদুদ বলেন, কোনো সভ্য দেশে, গণতান্ত্রিক দেশে কোনদিন শুনিনি প্রধান বিচারপতিকে গৃহবন্দি করা হয়। এখনো প্রধান বিচারপতি সম্পূর্ণভাবে সরকারের নিয়ন্ত্রণে আছেন। সরকারের অনুমোদন ছাড়া কেউ তার সঙ্গে দেখা করতে পারেন না। এটিই তার প্রমান। তিনি বলেন, আমাদের আইনজীবী নেতৃবৃন্দ ও সাংবাদিকরা বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সাথে দেখা করতে পারেন না। তার আত্মীয়স্বজনরা দেখা করতে পারছেন না। সরকার বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করেন না বলেই সব কিছু নিয়ন্ত্রণ করছেন।
অসুস্থ্যতার কারণে প্রধান বিচারপতি ছুটি নিয়েছেন এটি নিছক একটি দাবি। আমি তার কোনো অসুস্থতার লক্ষণ দেখছি না। কারণ প্রধান বিচারপতি লক্ষী পূজায় ও অস্ট্রেলিয়া হাই কমিশন কার্যালয়ে গিয়েছেন। স্বাস্থ্যগত কারনে তিনি যে ছুটি নিয়েছেন এটা আরও নতুন করে প্রমাণিত হলো এটা সম্পূর্ণ মিথ্যা অজুহাত ছিল।
এর আগে মওদুদ আহমেদ বলেছিলেন ‘প্রধান বিচারপতি ছুটির যে আবেদনপত্রটিতে স্বাক্ষর করেছেন তাতে ৫টি ভুল রয়েছে। এই ভুলে ভরা আবেদনপত্রে তার মতো একজন দায়িত্বশীল লোক স্বাক্ষর করতে পারেন না।’
বাংলাদেশ সময়: ১৯:০৫:০০ ৫৬০ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news