রবিবার, ৮ অক্টোবর ২০১৭

লালমনিরহাট জেলা শাখায় জাতীয়তাবাদী মহিলা দলের ১০১ সদস্যের কমিটি ঘোষণা !

Home Page » বিবিধ » লালমনিরহাট জেলা শাখায় জাতীয়তাবাদী মহিলা দলের ১০১ সদস্যের কমিটি ঘোষণা !
রবিবার, ৮ অক্টোবর ২০১৭



বঙ্গ নিউজঃ মোঃ শরিফুল ইসলাম হাতীবান্ধা থানা প্রতিনিধীঃঅ্যাডভোকেট জিন্নাত ফেরদৌস আরা রোজিকে সভাপতি, শামস-ই-রহমান সাধারণ সম্পাদক ও মাকছুদা বেগম সাংগঠনিক সম্পাদক করে লালমনিরহাট জেলা শাখায় জাতীয়তাবাদী মহিলা দলের ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
রোববার সকালে সংগঠনটির সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুমোদিত কমিটিতে সিনিয়র সভানেত্রী অ্যাডভোকেট আঞ্জুমান আরা শাপলা, সহ-সভানেত্রী মোছা. শায়লা শারমিন লাকি, মোছা. লতিফা আক্তার, মোছা. সেলি বেগম, যুগ্ম সাধারণ সম্পাদিকা মোছা. উম্মে কুলসুম, মোছা. দেলোয়ারা রহমান দিপুনী, রোজিনা বেগম শম্পা, সহ সাধারণ সম্পাদক মবতুফা ওয়াসিম বেলি, মোছা. রেনু বেগম, সাংগঠনিক সম্পাদক মাকছুদা বেগম, সহ-সাংগঠনিক সম্পাদক মোছা. দিলারা পারভিন, নীলিমা রাণী, সমাজ কল্যাণ সম্পাদক রুমা বেগম,দপ্তর সম্পাদক মল্লিকা খাতুন, প্রচার সম্পাদক মোছা. ইকবাল বানু আলো, কোষাধ্যক্ষ নারগিস আক্তার, শিক্ষা বিষয়ক সম্পাদক মোছা. জেসমীন আরা, আইন বিষয়ক সম্পাদক রেশমা বেগম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোছা. বেবি বেগম, বন ও পরিবেশ সম্পাদক মোছা. নাসরিন বেগম, পরিবেশ ও স্বাস্থ্য সম্পাদক মোছা. বানু ,নারী অধিকার বিষয়ক সম্পাদক রাহেলা বিনতে সায়ফুল্লাহ আঁখি, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোছা. দিলিফা বেগম।
কমিটির সদস্যরা হলেন লায়লা হাবিব, মারুফা রহমান, মোরশেদা বেগম, সুইটি রানী , উষা রানী রায়, মোছা. আরজিনা পারভিন রেখা, মোছা. রেজিয়া বেগম, মোছা. শাম্মী আক্তার স্বপ্না, ছকিনা বেগম, মোছা. শিউলী রহমান খন্দকার, মোছা. সেলিনা পারভিন, মোছা. সেলিনা আক্তার, মোছা. রোকশানা, মোছা. মিনারা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮:৪১:৩৭   ৫২৪ বার পঠিত