রবিবার, ৮ অক্টোবর ২০১৭

রাজধানীর নিউমার্কেট মোড়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

Home Page » আজকের সকল পত্রিকা » রাজধানীর নিউমার্কেট মোড়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
রবিবার, ৮ অক্টোবর ২০১৭



ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ  ফল প্রকাশের দাবিতে রাজধানীর নিউমার্কেটের নীলক্ষেত মোড়ের সড়ক অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজে শতাধিক শিক্ষার্থীরা।

অবরোধের কারণে রোববার সকাল ১০টা থেকে গুরুত্বপূর্ণ এই মোড় হয়ে আটটি সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান সাংবাদিকদের বলেন, সকাল ১০টার দিকে কয়েকশ’ শিক্ষার্থী সড়ক অবরোধ করে। এতে চৌরাস্তার সঙ্গে যুক্ত সবগুলো সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে, বেলা ১২টার দিকে নিউমার্কেট মোড়ে ঘটনাস্থলে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান আগামী নভেম্বরে ফল প্রকাশের আশ্বাস দেন। কিন্তু এতে শিক্ষার্থীরা সন্তুষ্ট হতে পারেননি। পরে বেলা ১টার দিকে সড়ক অবরোধ থাকা অবস্থায় উপাচার্য ঘটনাস্থল ত্যাগ করেন।

ঢাকা কলেজ, ইডেন কলেজ, বেগম বদরুন্নেছা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, তিতুমীর কলেজ ও মিরপুর সরকারি বাঙলা কলেজ- ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হওয়ার পর থেকে সেশন জট, ফল প্রকাশে বিলম্বসহ বিভিন্ন জটিলতা দেখা দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:৩৩:৪৮   ৬৮১ বার পঠিত   #  #  #  #  #  #