রবিবার, ৮ অক্টোবর ২০১৭
এ মাসেই মিয়ানমারে যেতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী
Home Page » আজকের সকল পত্রিকা » এ মাসেই মিয়ানমারে যেতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী
বঙ্গ-নিউজঃ কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরৎ পাঠাতে এ মাসেই সে দেশে যেতে পারেন বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন।
আজ রবিবার দুপুরে সচিবালয়ে জাতীয় চোরাচালান প্রতিরোধ সংক্রান্ত বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, কূটনৈতিক তৎপরতার ভেতর দিয়ে রোহিঙ্গাদের ফেরৎ পাঠানো সম্ভব হবে। তাই এ মাসেই মিয়ানমার যাওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮:২৫:৪১ ৬২৮ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News