শনিবার, ৭ অক্টোবর ২০১৭

পাবনায় ইলিশ পরিবহনে অ্যাম্বুলেন্স ব্যবহার

Home Page » জাতীয় » পাবনায় ইলিশ পরিবহনে অ্যাম্বুলেন্স ব্যবহার
শনিবার, ৭ অক্টোবর ২০১৭



ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ পাবনার বেড়ায় অবৈধভাবে ইলিশ মাছ পরিবহন করতে এবার অ্যাম্বুলেন্সের মত অভিনব যানবাহন ব্যবস্থা বেছে নিয়েছে ব্যবসায়ীরা। বেড়ার বাধেরহাট থেকে আমিনপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সাত মণ ইলিশসহ অ্যাম্বুলেন্সটি জব্দ করে। এসময় মোয়াজ্জেম হোসেন নামে এক প্রভাষককে ইলিশ পরিবহণের অভিযোগে আটক করা হয়।

আমিনপুর থানা পুলিশের কাছ থেকে জানা যায়, শনিবার তাদের কাছে গোপন সংবাদ আসে যে স্থানীয় একটি ক্লিনিকের অ্যাম্বুলেন্স ব্যবহার করে অবৈধভাবে ইলিশ বহন করে আনা হচ্ছে। এ সংবাদ পেয়ে তারা বাধের হাটে অবস্থান নিলে অ্যাম্বুলেন্সটি সেখানে এলে জব্দ করে সাত মণ ইলিশ উদ্ধার করা হয়। এসময় সৈয়দপুর স্কুল অ্যান্ড কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মোয়াজ্জেম হোসেনকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:১০:১৫   ৬০১ বার পঠিত   #  #  #  #  #  #  #  #  #  #