শনিবার, ৭ অক্টোবর ২০১৭
দক্ষিণ আফ্রিকার ৫৭৩ রানের জবাবে বাংলাদেশ ১৪৭ রানে আলআউট।
Home Page » খেলা » দক্ষিণ আফ্রিকার ৫৭৩ রানের জবাবে বাংলাদেশ ১৪৭ রানে আলআউট।বঙ্গ-নিউজঃ দক্ষিণ আফ্রিকার ৫৭৩ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৪৭ রানে আল-আউট হয়েছে বাংলাদেশ দল। শুরুতেই চাপের মুখে পড়ে বাংলাদেশ।
সৌম্য (৯), মুমিনুল (৪) ও টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম ফেরেন ৭ রান করেই।
এরপর ওপেনিংয়ে নামা ইমরুল ব্যক্তিগত ২৬ রানেই প্যাভিলিয়নে ফেরেন। অন্যদিকে সাব্বির রানের খাতা না খুলেই ফেরেন সাজঘরে। তবে লিটনের ব্যাটে কিছুটা প্রতিরোধ গড়ে উঠলেও অবশেষে ৭০ রানে ফেরার পরে তুরুপের তাসের মতো বাকি উইকেট তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।
আগের দিনের ৩ উইকেটে ৪২৮ রান নিয়ে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দিনের শুরু করেন হাশিম আমলা ও ফাফ ডু প্লেসিস। এক পর্যায়ে ৪ উইকেটে ৫৭৩ রান করে ইনিংস ঘোষণা করে প্রোটিয়ারা।
উল্লেখ্য, শনিবার ভোরে ব্লুমফন্টেইনে হয় তুমুল বৃষ্টি। সেই বৃষ্টি থামার কথা ছিল স্থানীয় সময় সকাল ১০টায়। তবে তা থামে তারও অনেক পরে। মানগাউং ওভালের পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো ছিল। তাই বৃষ্টি থামা মাত্রই জমে থাকা পানি নেমে যায়। এতে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় খেলা শুরু হয়।
বাংলাদেশ সময়: ২২:৩৬:১২ ৪৮০ বার পঠিত