রবিবার, ৯ জুন ২০১৩

১১ বছর পর ফ্রেঞ্চ ওপেনের রাণী সেরেনা

Home Page » খেলা » ১১ বছর পর ফ্রেঞ্চ ওপেনের রাণী সেরেনা
রবিবার, ৯ জুন ২০১৩



serena2-940-300x168.jpgবঙ্গ- নিউজ ডটকমঃ ফ্রেঞ্চ ওপেনের শিরোপা ধরে রাখতে পারলেন না মারিয়া শারাপোভা। রুশ সুন্দরী শারাপোভাকে হারিয়ে বছরের দ্বিতীয় শিরোপা জিতলেন মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষ্ণকলি সেরেনা উইলিয়ামস। প্যারিসের রোলাঁ গাঁরোতে দ্বিতীয় বাছাই মারিয়া শারাপোভাকে সহজেই ৬-৪, ৬-৪ হারিয়েছেন শীর্ষবাছাই সেরেনা উইলিয়ামস। এর ফলে ২০০২ সালের পর দ্বিতীয়বারের মতো ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতলেন বিশ্বের এক নাম্বার মহিলা টেনিস তারকা।

বাংলাদেশ সময়: ১১:৫৫:৫৯   ৪২৮ বার পঠিত