
শনিবার, ৭ অক্টোবর ২০১৭
ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন প্রধানমন্ত্রী-শেখ হাসিনা।
Home Page » এক্সক্লুসিভ » ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন প্রধানমন্ত্রী-শেখ হাসিনা।বঙ্গ-নিউজঃ তিন সপ্তাহের যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে ফুলের ভালোবাসায় সিক্ত হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সকাল পৌনে ১০টার দিকে হযরত শাহজালাল (রা.) বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভিন্ন মন্ত্রীপরিষদের সদস্যবৃন্দ, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দসহ বিশিষ্ট নাগরিকরা।
বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে শেখ হাসিনাকে সংবর্ধনা দেয়ার জন্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরপর তিনি দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য দেন। সেখানে রোহিঙ্গা সমস্যার সমাধানসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। একই সঙ্গে দেশবাসীর কাছে তিনি নিজের সুস্থতা কামনা করেন।
এদিকে, প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দেয়ার জন্য বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত সড়কের দু’পাশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের ঢল নেমেছে।
বাংলাদেশ সময়: ১৩:৩৭:০৮ ১০১৪ বার পঠিত