শুক্রবার, ৬ অক্টোবর ২০১৭

শুভাশিষের জোড়া আঘাতে টাইগার স্বস্তি শিবিরে

Home Page » খেলা » শুভাশিষের জোড়া আঘাতে টাইগার স্বস্তি শিবিরে
শুক্রবার, ৬ অক্টোবর ২০১৭



ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দলের হয়ে প্রথম আঘাত হানেন পেসার শুভাশিস রায়। এলগারকে ১১৩ রানেই সাজঘরে ফেরান তিনি।

এরপর বাভুমাকে ৭ রানে প্রোটিয়াদের শিবিরে দ্বিতীয় আঘাত হানেন শুভাশিস।
অপর সেঞ্চুরিয়ান এডেন মাকরামকে ১৪৩ রানে সরাসরি বোল্ড করে দেন আরেক পেসার রুবেল হোসেন। এতে কিছুটা স্বস্তি ফিরে টাইগার শিবিরে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রোটিয়াদের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৪১৮ রান।

এর আগে ওয়ানডে স্টাইলে ব্যাট করে জোড়া শতক তুলে নেন ডেন এলগার ও এডেন মাকরাম। ১১৬ বলে ক্যারিয়ারের দশম শতক তুলে নিয়েছেন এলগার। ১৭টি বাউন্ডারিতে সাজানো ছিল তার ইনিংস। অন্যদিকে ১৪২ বলে ১৬ বাউন্ডারিতে ক্যারিয়ারের প্রথম টেস্ট শতক তুলে নিয়েছেন এডেন মাকরাম।

ব্লুমফন্টেইনে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্টে টসে জিতে আবারও ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ২১:৩৬:১২   ১০৩৭ বার পঠিত   #  #  #  #  #  #