শুক্রবার, ৬ অক্টোবর ২০১৭

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান: থাপ্পর মেরে অজ্ঞান করলো বখাটে

Home Page » প্রথমপাতা » প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান: থাপ্পর মেরে অজ্ঞান করলো বখাটে
শুক্রবার, ৬ অক্টোবর ২০১৭




বখাটের উপদ্রব

সামিউল বঙ্গ-নিউজঃ প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ার এক মাদ্রাসা ছাত্রীকে চড় মেরে অজ্ঞান করেছে বখাটে। লক্ষ্মীপুরের রামগঞ্জের নারায়নপুরে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রামগঞ্জ সরকারী হাসপাতালে ভর্তি করেছে। সুলতানা উপজেলার নুনীয়াপাড়া আলিম মাদ্রাসার ৮ম শ্রেনীর ছাত্রী। বখাটে রাসেল নুনিয়াপাড়ার ইসমাইলের ছেলে।

স্থানীয় ও ছাত্রীর পারিবারিক সূত্র জানায়, মাদ্রাসা ছুটি শেষে সুলতানা বাড়িতে যাবার সময় রাসেল, ফয়সাল, ফরহাদ ও জাহিদকে নিয়ে পথরোধ করে প্রেমের প্রস্তাব দেয়।

এসময় সুলতানা তাৎক্ষনিক ওই প্রস্তাব প্রত্যাখ্যাণ করলে রাসেল এলোপাতাড়ি চড় থাপ্পর দেয়। এক পর্যায়ে সুলতানা তাৎক্ষনিক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে।

রামগঞ্জ থানার ওসি মো. তোতা মিয়া বলেন, আমি ছুটিতে ছিলাম। এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেবো।

বাংলাদেশ সময়: ১৮:৩৬:১৯   ১২০৪ বার পঠিত   #