
শুক্রবার, ৬ অক্টোবর ২০১৭
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ঢাকায় আসছেন
Home Page » জাতীয় » ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ঢাকায় আসছেন
বঙ্গ-নিউজ: ভারত-বাংলাদেশ যৌথ পরামর্শদাতা কমিশনের (জেসিসি) চতুর্থ বৈঠকে যোগ দিতে আগামী ২৩ ও ২৪ অক্টবর ওই ঢাকায় আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। শুক্রবার (৬ অক্টোবর) সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক।
উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারত সফরে এসেছিলেন ,তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনায় জেসিসি’র বৈঠক নিয়মিত করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু সুষমা স্বরাজ অসুস্থ থাকার জন্য এতদিন ওই বৈঠক করা সম্ভব হয়নি। জেসিসি’র চতুর্থ বৈঠকে ভারত-বাংলাদেশের সম্পর্কের সমস্ত বিষয় এবং দিক নিয়ে আলোচনা হবে।
ভারতের বিদেশমন্ত্রকের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, দুই দেশের মধ্যে সম্পর্ককে দৃঢ় করার উদ্দেশ্যেই নিয়মিত জেসিসি’র বৈঠক করার সিদ্ধান্ত। দ্বিপাক্ষিক সম্পর্ক ও আলোচনায় বিশেষ গুরুত্ব পাবে রোহিঙ্গা শরণার্থী সমস্যা।
বাংলাদেশ সময়: ১৮:১৭:৫২ ৬২২ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news