শুক্রবার, ৬ অক্টোবর ২০১৭
প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী
Home Page » জাতীয় » প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী
বঙ্গ-নিউজ: শারীরিক অসুস্থতার কারণে ছুটিতে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। শুক্রবার (৬ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে তিনি কাকরাইলে প্রধান বিচারপতির সরকারি বাসভবনে যান। সেখানে প্রায় এক ঘণ্টা ছিলেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। তবে সেখানে তাদের মধ্যে কি কথা হয়েছে তা জানা যায়ানি।
এ ছাড়া সকালে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয়ের কর্মকর্তাদের কয়েকজন প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন। সকালে রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম প্রধান বিচারপতির সঙ্গে বাসভবনে গিয়ে দেখা করে এসেছেন। রেজিস্ট্রার কার্যালয় ও প্রধান বিচারপতির কার্যালয় সূত্রে এই তথ্য পাওয়া গেছে।
এ দুজন ছাড়াও আরও কয়েকজন পৃথক পৃথক সময়ে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেন।
উলে্লখ্য, শারীরিক অসুস্থতাজনিত কারণে প্রধান বিচারপতি এস কে সিনহা ২ অক্টোবর থেকে পয়লা নভেম্বর পর্যন্ত ছুটি নিয়েছেন। তিনি ক্যানসারসহ বিভিন্ন রোগে আক্রান্ত বলে ছুটি অবহিতকরণ আবেদনে উল্লেখ করেছেন। বর্তমানে তিনি সরকারি বাসভবেন রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৮:০১:৪৭ ৪৩২ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news