শুক্রবার, ৬ অক্টোবর ২০১৭
ঝুলন্ত কড়িকাঠ [বিচারপতি সিনহার প্রতি]- জাহাঙ্গীর মোহাম্মদ
Home Page » সাহিত্য » ঝুলন্ত কড়িকাঠ [বিচারপতি সিনহার প্রতি]- জাহাঙ্গীর মোহাম্মদকাঁচের টেবিলে কতিপয় মার্বেল রেখে তার
পৃষ্ঠদেশে গর্বিত পদভারে দাঁড়িয়ে রয়েছ
তুমি বিচারক, যে ঘরে টেবিল সম্মুখে
তার সুগভীর গিরিখাদ, পতনোদ্যত
তুমি ঝুলন্ত কড়িকাঠ ধরে ঝুলে আছ ।
তোমার পদযুগল বড় হয়ে গেছে
অতিশয়, ক্ষুদ্র অতি মার্বেল যা ধারণ
করে না কিছুতেই, তোমার দেহের
বিশালত্বের ভারে অস্থিতিশীল হয়ে
গেছে স্বদেশ সংসার ইতিহাস।
তোমার পশ্চাতে বিস্ফোরক লুকিয়ে
রেখে হাস্যোজ্জ্বল তালেবান ভান করে
আছে সুশীল সমাজের, দেখ উন্মিলিত
চোখে, দন্ত বিকশিত দলেবলে তারা
উদ্ধত তরবারি জল্লাদ দাঁড়ায়ে দুয়ারে।
দেশের সকল বিদ্যাপীঠে ঝুলিয়ে রেখে
তালা, হাত কেটে নেবে বদ্ধপ্রাণের, অর্গল
খোলা হলে - দিয়েছে কড়া হুঁশিয়ারি
বিচারমঞ্চ কাঠগড়াসহ বাড়িঘড় টেবিল
তকমা সকলি যাচ্ছে তলিয়ে, চোখ খুলে
দেখ পদতল জুড়ে কী বিশাল বালিয়াড়ি!
তোমার স্পর্শকাতর অঙ্গ আটকা পড়ে
গেছে দেখ ফেটে যাওয়া বাঁশে,
অথচ তুমি কিছুতেই খুঁজে পাচ্ছ না
কেন নীল কষ্ট এত উঠেছে ফেনায়ে
রক্তে কেন ভেসে যায় ব্যথার নদীরা
ঢাকা, ৩১ জুলাই ২০০১
বাংলাদেশ সময়: ১:১৩:১২ ১১৯৯ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News