বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০১৭

হাওর পারের ধামাইল’র ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকি আজ

Home Page » সারাদেশ » হাওর পারের ধামাইল’র ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকি আজ
বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০১৭



হাওর পারের ধামাইল’র ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকি

আল-আমিন আহমেদ ,সুনামগঞ্জ প্রতিনিধি,বঙ্গ নিউজঃবাংলাদেশের হাওরাঞ্চলের ৭টি জেলা নিয়ে গঠিত হাওর পারের ধামাইল বাংলাদেশের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিক আজ বৃহষ্পতিবার সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানাধীন জমশের পুর গ্রামের মাটির উঠোনে উৎযাপন করা হবে।এতে সংগঠনের সাতটি জেলা শাখার গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ সহ হাওর পারের সর্বস্থরের ধামাইল প্রিয় জনতা অংশ গ্রহণ করবেন।অনুষ্ঠান সূচীর মধ্যে প্রথমেই সন্ধ্যা ৭ টায় ২৭ টি মাটির প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্ধোধন করবেন হাওর পারের ধামাইল বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি হাওর গবেষক সজল কান্তি সরকার।তার পর পর্যায়ক্রমে বড়দের ও ছোটদের ধামাইল গান থাকবে।কীর্তন থাকবে পুরুষ ও মহিলা দলের।এছাড়াও আইলাম্বর,জারিগান,বাউল সংগীত থাকবে।সর্বশেষ টাঙ্গুয়া হাওরের পূর্ণিমার চাঁদ অবলোকনের মধ্য দিয়ে অনুষ্ঠাণের সমাপ্তি টানা হবে।
উল্লেখ্য ১৯৯০ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি বিভিন্ন সময় সামাজিক, সাংস্কৃতিক এবং স্বেচ্ছা সেবা মূলক কাজ করে যাচ্ছে।অতি সম্প্রতি তারা হাওরের ৪২ টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাউপকরন বিতরন এবং ২৭ টি গ্রামে সবজি বীজ বিনামূল্যে বিতরন করেছেন।

বাংলাদেশ সময়: ১২:৫৭:২৮   ৭১৮ বার পঠিত   #  #  #  #  #  #