রবিবার, ৯ জুন ২০১৩

“কইনচেন দেহি- খ্যাত কৌতুক অভিনেতা মন্টু ভাই আর নেই”

Home Page » বিনোদন » “কইনচেন দেহি- খ্যাত কৌতুক অভিনেতা মন্টু ভাই আর নেই”
রবিবার, ৯ জুন ২০১৩



montu-bhai-sm-120130608130942.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ  না ফেরার দেশে চিরদিনের মতো চলে গেলেন ‘কইনচাইন দেহি’ খ্যাত প্রখ্যাত কৌতুক অভিনেতা সিরাজুল হক মন্টু ভাই।ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ৯ টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

এক সময়ের জনপ্রিয় এ কৌতুক অভিনেতা মৃত্যুকালে দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। শনিবার রাত ১০ টার দিকে শহরের সানকিপাড়া শেষ মোড় এলাকায় নিহতের মরদেহ আনা হয়।

এ সময় সেখানে এক শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়। স্ত্রী, পুত্র, কন্যা ও স্বজনদের কান্নায় মুহূর্তেই ভারী হয়ে উঠে সেখানকার পরিবেশ।

সিরাজুল হক মন্টুর ভগ্নিপতি ব্যবসায়ী বেলাল হোসেন জানান, রোববার বাদ জোহর সিরাজুল হক মন্টু ভাইয়ের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে শহরের গুলকিবাড়ি পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

সিরাজুল হক মন্টুর পারিবারিক সূত্র জানায়, গত শুক্রবার সন্ধ্যায় ব্রেইন স্ট্রোক করেন সিরাজুল হক মন্টু। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এর মাত্র ২৬ ঘণ্টা পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থেমে যায় প্রয়াত ফজলে লোহানীর ‘যদি কিছু মনে না করেন’ ম্যাগাজিন অনুষ্ঠান ‘আচ্ছা বলুনতো দেখি’ খ্যাত জনপ্রিয় কৌতুক অভিনেতা মন্টু ভাইয়ের জীবন।

সূত্রটি আরো জানায়, প্রায় ৭ বছর যাবত ভীষণ অসুস্থ ছিলেন সিরাজুল হক মন্টু। বছর সাতেক আগে টানা দু’ বার স্ট্রোকের পর তার শরীরের ডানপাশ অবশ হয়ে যায়। পরবর্তীতে ফিজিও থেরাপি ও ওষুধ-পথ্যের ব্যবহারে কিছুটা হাঁটাচলা করতে পারলেও অভিনয় একেবারে ছেড়ে দেন।

জানা গেছে, সিরাজুল হক মন্টু বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত এবং মঞ্চের নিয়মিত অভিনয় শিল্পী ছিলেন। ময়মনসিংহ শহরের আকুয়াতে ১৯৩৮ সালের গোড়ার দিকে জন্ম গ্রহণ করেন তিনি।

১৯৪৭ সালে স্থানীয় সিটি ক্লাব থেকে অমরাবতী মঞ্চে ‘টিপু সুলতান’ নাটকে টিপুর ছোট ছেলে মোয়াজুদ্দিনের চরিত্রে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হয়।

টেলিভিশনে শুরুতে তিনি ‘বি’ গ্রেড ভুক্ত হলেও দেশ স্বাধীন হবার পর তিনি বিটিভির ‘এ’ গ্রেড তালিকাভুক্ত হন। টেলিভিশনের পাশাপাশি তিনি শুরু থেকেই বাংলাদেশ বেতারের একজন নিয়মিত তালিকাভুক্ত শিল্পী ছিলেন।

আরো জানা গেছে, অসুস্থ হবার আগ মুহূর্ত পর্যন্ত মন্টু ভাই হানিফ সংকেতের ‘ইত্যাদি’তে নিয়মিত অভিনয় করে গেছেন। তিনি বাংলা সিনেমাতেও অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য বাংলা চলচ্চিত্রের মধ্যে ‘সুজন সখী’, ‘দর্পচূর্ণ’ ও ‘মাটির ঘর’ অন্যতম।

বাংলাদেশ সময়: ৮:২৬:১৭   ৪৯৮ বার পঠিত