মঙ্গলবার, ৩ অক্টোবর ২০১৭
দামাস্কাসে পুলিশ স্টেশনে আত্মঘাতী হামলায় কমপক্ষে ১০ জন নিহত
Home Page » প্রথমপাতা » দামাস্কাসে পুলিশ স্টেশনে আত্মঘাতী হামলায় কমপক্ষে ১০ জন নিহতবঙ্গ-নিউজঃ সিরিয়ার রাজধানী দামাস্কাসের একটি পুলিশ স্টেশনে আত্মঘাতী হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে ফরাসি সংবাদ সংস্থা জানায়, দুই আত্মঘাতী বোমা হামলাকারী আল-মিদান এলাকায় ঐ পুলিশ স্টেশনে নিজেদেরকে বোমার আঘাতে উড়িয়ে দেয়। এর ফলে বেশ কয়েকজন বেসামরিক ব্যক্তি এবং পুলিশ নিহত হন।
ব্রিটেন ভিত্তিক সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষনকারী সংস্থা জানিয়েছে, বেসামরিক ব্যক্তি ও পুলিশসহ ১১জন নিহত হয়েছেন। সংস্থাটি আরো জানিয়েছে, পুলিশ স্টেশনের সামনে একটি গাড়ি বোমা বিস্ফোরিত হয়।
এখন পর্যন্ত ঐ হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি।
বাংলাদেশ সময়: ১৮:৪৭:১৬ ৬৪১ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News