মঙ্গলবার, ৩ অক্টোবর ২০১৭
কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষার গানে মুগ্ধ চারুকলার বকুলতলা
Home Page » জাতীয় » কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষার গানে মুগ্ধ চারুকলার বকুলতলাবঙ্গ-নিউজঃ গীত ও নৃত্য সহযোগে আখ্যান নিয়ে তৈরি কিসসা হাওরাঞ্চলে বেশ পরিচিত। এ জনপদের কিসসা গানের জনপ্রিয় শিল্পী ইসলাম উদ্দিন পালাকার।
দেশের বিভিন্ন স্থানের পাশাপাশি বিদেশের মাটিতেও তার কিসসা মুগ্ধতা ছড়িয়েছেন। এবার তিনি পালাগান নিয়ে বসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায়।
রবিবার (১ অক্টোবর) ঢাকার স্থাপত্য বিষয়ক গ্রন্থ প্রণয়ন কমিটি আয়োজিত আবুল কালাম মোহাম্মদ যাকারিয়ার জন্ম শতবার্ষিকীর দু’দিনব্যাপী অনুষ্ঠানের প্রথমদিন ছিল তার পরিবেশনা। বরবরের মতোই কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষার গানে মুগ্ধতা ছড়ান এ শিল্পী।
অনুষ্ঠানের প্রথমে গান পরিবেশন করেন লালনসংগীতশিল্পী ফরিদা পারভীন। এরপর নাটোর থেকে আসা তছের মন্ডল গায়েন ও তার দলের যোগীর গান পরিবেশন করেন।
ডুগি, তবলা, জুড়ি, খঞ্জরী, হারমোনিয়াম, ঢোলক সহযোগে যোগীর গান পরিবেশন করেন ১২ সদস্যের দল।
এরপর ছিল গাজীর কিসসা গান। ইসলাম উদ্দিন পালাকার ও তার দলের এ পরিবেশনা উপস্থাপন করেন।
সাত জনের এ দলে ছিলেন - ইসলাম উদ্দিন (বাঁশিবাদক), ফজলু রহমান (হারমোনিয়াম), সোহাগ (ঢোল), জয়নাল (বাঁশি), জালাল মিয়া (মন্দিরা), আবদুল আলিম (জিপসি)।
বাংলাদেশ সময়: ১৭:৩৫:৫৮ ৫৬৮ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News