মঙ্গলবার, ৩ অক্টোবর ২০১৭

ভারী বৃষ্টিপাতে তিস্তার পানি বৃদ্ধি হাতীবান্ধা উপজেলার ৪ টি ইউনিয়নে শতাধিক পরিবার পানিবন্দি!

Home Page » প্রথমপাতা » ভারী বৃষ্টিপাতে তিস্তার পানি বৃদ্ধি হাতীবান্ধা উপজেলার ৪ টি ইউনিয়নে শতাধিক পরিবার পানিবন্দি!
মঙ্গলবার, ৩ অক্টোবর ২০১৭



হাতীবান্ধা উপজেলার ৪ টি ইউনিয়নে শতাধিক পরিবার পানিবন্দি!

বঙ্গ নিউজঃ মোঃ শরিফুল ইসলাম হাতীবান্ধা থানা প্রতিনিধীঃদুই দিনের ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে তিস্তা ও সানিয়াজান নদীর পানি বৃদ্ধি পেয়ে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় ৪ টি ইউনিয়নে শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
সোমবার থেকে তিস্তা ও সানিয়াজান নদীর পানি বৃদ্ধিতে হাতীবান্ধা উপজেলার ৪ টি ইউনিয়নের শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন।
গড্ডিমারী ইউনিয়নের দোয়ানী, ছয়আনী, নিজ গড্ডিমারী, সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দুর, পারশেখ সুন্দর, বাঘের চর, চর ঠাংঝাড়া, সিংঙ্গীমারীর ইউনিয়নের ধুবনী, চর ধুবনী, উত্তর ধুবনি, দ: গড্ডিমারী, সিন্দুর্না ইউনিয়নের হলদিবাড়ি এলাকায় শতাধিক পরিবার পানিবন্দি হয়েছে। পানি বৃদ্ধিতে রাস্তাঘাট তুলিয়ে গেছে ।
সোমবার বিকেলে তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে ৪০ সেন্টিমিটার নিজ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে বলে পানি উন্নয়ন বোর্ড জানান।
গড্ডিমারী ইউনিয়নে নিজ গড্ডিমারী গ্রামের শাহিনুর মিয়া জানান, তিস্তা নদীর পানি হঠাৎ বৃদ্ধি পেয়ে আবারও পানিবন্দি হয়ে পড়ে আছি।
হাতীবান্ধার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহম্মেদ জানান, তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে উপজেলা শতাধিক পরিবার পানিবন্দী হয়েছে। পানি বন্দি পরিবার গুলো খোঁজ নেয়ার জন্য ইউপি চেয়ারম্যানদের জানিয়েছি।

বাংলাদেশ সময়: ১৫:২৯:৫৯   ৫৮৬ বার পঠিত   #  #  #  #  #  #