
সোমবার, ২ অক্টোবর ২০১৭
আগামী ৩০ অক্টোবরের মধ্যে চাল ব্যবসায়ীদের লাইসেন্স নিতে হবে
Home Page » জাতীয় » আগামী ৩০ অক্টোবরের মধ্যে চাল ব্যবসায়ীদের লাইসেন্স নিতে হবে
বঙ্গ-নিউজ:দেশের চাল ব্যবসায়ীদের সময় বেঁধে দিয়েছে সরকার। আগামী ৩০ অক্টোবরের মধ্যে খাদ্য অধিদপ্তর থেকে লাইসেন্স নিতে হবে। এর পর থেকে ১৫ দিন পর পর চাল মজুদের পরিমাণ সরকারের কাছে প্রতিবেদন দিয়ে জানাতে হবে ব্যবসায়ীদের। সোমবার (২ অক্টোবর) সচিবালয়ে মাঠ পর্যায়ের খাদ্য কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক শেষে খাদ্যমন্ত্রী এড: কামরুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান।
খাদ্যমন্ত্রী বলেন, আসাধু ব্যবসায়ীদের কারণে চালের বাঁজার নিয়ে বেশ বিপাকে পড়তে হচ্ছে সরকারকে। তাই পুরো প্রক্রিয়াটি সুষ্ঠু রাখতেই এটা করা হচ্ছে। মজুদ সম্পর্কে সরকারের কাছে স্পষ্ট তথ্য থাকলে খাদ্য কর্মকর্তাদের কাজ করতে সহজ হবে। চালের বাঁজার নিয়ে আর কেউ কারসাজি করতে পারবে না।
এদিকে বেধে দেওয়া সময়ের মধ্যে যারা লাইসেন্স নিবে না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে বিষয়টি মনিটরিং করে ব্যবস্থা নিতে জেলা খাদ্য নিয়ন্ত্রক (ডিসি ফুড) এবং অঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকদের (আরসি ফুড) নির্দেশ দিয়েছেন মন্ত্রী।
বাংলাদেশ সময়: ১৮:২৫:০৪ ৪৫১ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news