সোমবার, ২ অক্টোবর ২০১৭
বাংলাদেশ পারবে তো লাঞ্চ পেরোতে ?
Home Page » খেলা » বাংলাদেশ পারবে তো লাঞ্চ পেরোতে ?বঙ্গ-নিউজঃ রাবাদার তোপে ধ্বংসস্তূপে পরিণত বাংলাদেশ।
৫ম দিনের শুরুতেই ব্যাটিং ব্যর্থতায় ম্যাচ বাঁচানো কঠিন হয়ে পড়েছে বাংলাদেশের। চোটের কারণে গতদিনের ‘ঘাতক’ মরনে মরকেল না থাকলেও কাগিসো রাবাদার তোপে এই মুহূর্ত ধ্বংসস্তূপে পরিণত মুশফিক-বাহিনী। এর মধ্যেই ৮ উইকেট নেই তাদের। লাঞ্চের আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কা জাগিয়ে ড্রেসিংরুমে ফিরেছেন অধিনায়ক মুশফিকুর রহিম, প্রথম ইনিংসের হাফ-সেঞ্চুরিয়ান মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, সাব্বির রহমান ও তাসকিন আহমেদ।
৩ উইকেট নিয়েছেন রাবাদা। অফ-স্টাম্পের বাইরের লাফিয়ে ওঠা বলে খোঁচা দিয়ে ফিরেছেন অধিনায়ক, করেছেন ১৬ রান। প্রথম স্লিপে মুশফিকের ক্যাচ নিয়েছেন হাশিম আমলা। ২ ওভার পরে শর্ট বল সামলাতে না পেরে ৯ রান করে ‘প্লেড অন’ মাহমুদউল্লাহ। এক ওভার পর আবারও রাবাদার আঘাত। এবারে স্টাম্পের বলে শট না খেলে এলবিডব্লিউর ফাঁদে পড়েছেন লিটন দাস। ৪ ওভারে ৩ উইকেট নিয়েছেন রাবাদা।
কেশব মহারাজ এলবিডব্লিউ করেছেন সাব্বিরকে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ৮ উইকেটে ৭৩ রান। উইকেটে আছেন মেহেদি হাসান মিরাজ ও শফিউল ইসলাম। বিশাল এক হারই চোখ রাঙাচ্ছে বাংলাদেশকে।
বিষয়:
বাংলাদেশ সময়: ১৫:২২:১০ ৬০৬ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News