সোমবার, ২ অক্টোবর ২০১৭
মোহাম্মদ আলীপুর বাজারে অপহরণকৃত শিশু উদ্ধার এবং অপহরণকারীকে পুলিশে সোর্পদ
Home Page » আজকের সকল পত্রিকা » মোহাম্মদ আলীপুর বাজারে অপহরণকৃত শিশু উদ্ধার এবং অপহরণকারীকে পুলিশে সোর্পদ
আল আমিন আহমেদ , বঙ্গ-নিউজঃ এমনই ঘটনাটি ঘটেছে রবিবার রাত ১০ টায় সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার মোহাম্মদ আলীপুর বাজারে। অপহরণকারী মোঃ আলামিন মিয়ার (২৬) বাড়ি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার মহেষখলা কালাগড় গ্রামে । আপহরণকৃত শিশুটির বাড়ি টাঙ্গাইল জেলার সখিপুর থানার ভাটাজুরা গ্রামে । অপহরণকারীকে স্থানীয় জনগনের সহায়তা মধ্যনগর থানা পুলিশের হাতে সোর্পদ করা হয়। অপহরণকৃত শিশুর স্বজনেরা আজ বেলা এগারোটায় মধ্যনগর থানায় একটি সাধারন ডায়েরী করে। এবং অপহরণকৃত শিশুটিকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। অপহরণকারী বঙ্গ নিউজকে জানায়, সে বিগত পাঁচ বছর যাবৎ অপহরণকৃত শিশুটির বাড়িতে কাজ করে । এবং মোটা অংকের টাকা আত্নসাৎ এর উদ্দ্যেশেই শিশুটিকে অপহরন করেছে ।মধ্যনগর থানার ওসি সেলিম নেওয়াজ জানান যে অপহরণকারীকে গ্রেফতারের ব্যাপারে আমরা সারাক্ষন মাঠে তৎফর ছিলাম। উপস্থিত সর্বস্তরের সাধারন জনতা এইসব ঘৃনিত অপরাধীদের কঠিন শাস্তি দাবি করেন।
বাংলাদেশ সময়: ১:১০:০৫ ৭২৫ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News