রবিবার, ৯ জুন ২০১৩
আসছে অ্যাপলের স্পেসশিপ ক্যাম্পাস, কর্মসংস্থান হবে ৯,২০০ লোকের
Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » আসছে অ্যাপলের স্পেসশিপ ক্যাম্পাস, কর্মসংস্থান হবে ৯,২০০ লোকেরবঙ্গ- নিউজ ডটকমঃ আগামী তিন বছরে অ্যাপেলের নতুন ২.৮ মিলিয়ন স্কয়ার ফুটের স্পেসশিপ ক্যাম্পাস তৈরির কাজ চলবে জানিয়ে সম্প্রতি অ্যাপল বলেছে তাদের ৯,২০০ জন ফুল টাইম কনস্ট্রাকশন ওয়ার্কার প্রয়োজন।কায়সার মার্সটন অ্যাসোসিয়েটস এই রিপোর্টটি তৈরি করেছে।
অ্যাপল আশা করছে তারা আগামী ২০১৬ এর মধ্যে ৭০০০ নতুন কর্মচারী নিয়োগ দিতে পারবে এবং তখন তাদের স্টাফ সংখ্যা দাড়াবে ২৩,৪০০ জন।
বাংলাদেশ সময়: ১:২৫:২৪ ৪৪০ বার পঠিত