শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৭

যেন উত্তপ্ত সর্ষে তেল- রুমি আহমেদ

Home Page » সাহিত্য » যেন উত্তপ্ত সর্ষে তেল- রুমি আহমেদ
শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৭



 প্রতিকী ছবি

অনেকদিনের পড়ে থাকা এলোমেলো
শাড়িগুলো গুছাতে গুছাতে মনে হলো,
কাপড়ের মতো ভালোবাসারও রঙ থাকা চাই।
খেতে বসে মনে হলো,
খাবারের মতো ভালোবাসারও
স্বাদ থাকা চাই, গন্ধ থাকা চাই।
আয়নার সামনে দাঁড়িয়ে মনে হলো
ভালোবাসার জন্য ভালোবাসা
হৃদয়ের সামনে ভণিতাহীন হৃদয় রাখা চাই।
অথচ এখন সেসব কিছুই নেই
অথবা আমাদের আগ্রহ নেই, তাই
চতুর্দিকে বিরুদ্ধতা, চতুর্দিকে বিষাদ।
হৃদয় যেন উত্তপ্ত সর্ষে তেল, উনুনে কড়াই
এখন তুমি যা কিছু দিবে, ছ্যাক করে শব্দ হবেই!

রুমি আহমেদ

বাংলাদেশ সময়: ১:৩০:১৯   ৬১২ বার পঠিত   #  #  #  #  #  #