শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০১৭
বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে কাজ করছে যুক্তরাষ্ট্র
Home Page » আজকের সকল পত্রিকা » বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে কাজ করছে যুক্তরাষ্ট্রবঙ্গ-নিউজঃ বাংলাদেশ নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে কাজ করছে তাঁর দেশ।বৃহস্পতিবার কক্সবাজার জেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এমন তথ্য জানিয়ে রাষ্ট্রদূত বার্নিকাট বলেন তবে এটি একটি দীর্ঘ প্রক্রিয়া । কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এটা আমাদের প্রথম সফর বলে উল্লেখ করে তিনি বলেন এখানকার পরিস্থিতি এককথায় হৃদয়বিদারক।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গা ইস্যুতেযুক্তরাষ্ট্র সব সময় বাংলাদেশের পাশে থাকবে এবং সব ধরনের সহযোগিতা করবে। এ ছাড়া বিভিন্ন সংস্থা এবং প্রত্যেকে স্বতন্ত্রভাবে রোহিঙ্গাদের পাশে দাঁড়াবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। পরে তিনি বালুখালি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন।
সুত্রঃ VOA
বাংলাদেশ সময়: ১৮:৫৯:০৮ ৫৩৩ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News