রবিবার, ৯ জুন ২০১৩
ছুরি দিয়ে ট্যাটু আঁকেন জনি ডেপ
Home Page » বিনোদন » ছুরি দিয়ে ট্যাটু আঁকেন জনি ডেপবঙ্গ- নিউজ ডটকমঃ বিশ্বের বিখ্যাত তারকাদের অনেকেরই আছে ট্যাটুপ্রিয়তা। তারা নিজেদের শরীরে বিভিন্ন ধরনের ট্যাটু আঁকিয়ে থাকেন। অনেক সময় দেখা যায় যে শরীরের এমন কোনো জায়গা ফাঁকা নেই যেখানে ট্যাটু নেই। তারা সাধারণত প্রিয় ব্যক্তির মুখচ্ছবি, নাম কিংবা প্রিয় কোনো বস্তুর ট্যাটু শরীরে আঁকানে পছন্দ করেন।আর এসব ট্যাটু সাধারণত পেশাদার ব্যক্তিরাই আঁকেন। তবে এবার ব্যাতিক্রম ঘটলো ভলিউডের এক তারকার ক্ষেত্রে।
পাইরেটস অব দ্য ক্যারিবিয়ার খ্যাত তারকা জনি ডেপ নিজেই ছুরি দিয়ে নিজের শরীরে ট্যাটু আঁকান। ৪৯ বছর বয়সী এ অভিনেতার শরীরে মোট ১৫টি ট্যাটু রয়েছে।
জনি ডেপ বলেন, আমার শরীরের ত্বক হচ্ছে একটা জার্নাল। প্রত্যেক ট্যাটুর বিশেষ অর্থ রয়েছে। এটা তুমি নিজে নিজেই করতে পারো অথবা পেশাদার কাউকে দিয়ে করাতে পারো। এতে ট্যাটুর অর্থে পরিবর্তন হবে না।
বাংলাদেশ সময়: ১:১৭:৫৪ ৪৮৫ বার পঠিত