শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০১৭
সাগর হত্যার মূল আসামি আক্কাস গ্রেফতার
Home Page » এক্সক্লুসিভ » সাগর হত্যার মূল আসামি আক্কাস গ্রেফতারবঙ্গ-নিউজঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় চোর সন্দেহে সাগর (১৬) নামে এক কিশোরকে খুটিঁর সঙ্গে বেঁধে নির্মম নির্যাতন করে হত্যার অভিযোগে অভিযুক্ত মূল আসামি আক্কাস আলীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ভৈরবের শম্ভুপুর রেলক্রসিং এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১৪ এর কমান্ডিং অফিসার নাজমুল আরেফিন পলাশ বলেন, আক্কাসকে রাত সাড়ে ১২টার দিকে গ্রেফতার করে সকালে ময়মনসিংহে পাঠিয়ে দেয়া হয়। সেখানে আক্কাস র্যাব হেফাজতে রয়েছে।
এ বিষয়ে ময়মনসিংহ র্যাব প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান ওই র্যাব কর্মকর্তা।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার আহামেদ জানান, হত্যাকাণ্ডের ঘটনায় সাগরের বাবা শিপন বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে এবং চার/পাঁচজনকে অজ্ঞাত আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ ফজলুর রহমান (৪০) ও রিয়াজ উদ্দিন রিজু (৫০) নামে দুইজনকে গ্রেফতার করে।
বাংলাদেশ সময়: ১৫:২৫:৫৮ ৬৬৫ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News