বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭

যুক্তরাষ্ট্র জাতিসংঘ ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামকে অতিরিক্ত ৬ মিলিয়ন ডলার দেবে

Home Page » আজকের সকল পত্রিকা » যুক্তরাষ্ট্র জাতিসংঘ ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামকে অতিরিক্ত ৬ মিলিয়ন ডলার দেবে
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭



 ফাইল ছবি

বঙ্গ-নিউজ : যুক্তরাষ্ট্র বাংলাদেশে রোহিঙ্গা সমস্যা মোকাবেলায় জাতিসংঘ ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামকে (ডাব্লিউএফপি) অতিরিক্ত ৬ মিলিয়ন ডলার দেবে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএইড) মাধ্যমে যুক্তরাষ্ট্র ডাব্লিউএফপিকে এই সহায়তা প্রদান করবে। এই অর্থ খাদ্য সরবরাহ ও মানবিক সহায়তায় ব্যয় হবে। এর আগে চলতি বছর যুক্তরাষ্ট্র এই ইস্যুতে ১ মিলিয়ন ডলার দিয়েছে।

গত ২০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশের জন্য ২৮ মিলিয়ন ডলারের ঘোষণা দেয়। সাম্প্রতিক এই সহায়তা পূর্বঘোষিত সহায়তারই অংশ। এই নতুন অর্থ সহায়তার ফলে ২০১৭ অর্থবছরে এ অঞ্চলে রোহিঙ্গাদের সহায়তায় যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা ১০১ মিলিয়ন ডলারে দাঁড়াবে।

২০১৭ সালে যুক্তরাষ্ট্র ইউএস এইডের মাধ্যমে বাংলাদেশে উন্নয়নখাতে ২১২ মিলিয়ন ডলারেরও বেশি উন্নয়ন সহায়তা দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:৫৩:১৭   ৫৬৩ বার পঠিত   #  #  #  #  #  #