বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭

রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবিতে ১৪ রোহিঙ্গার মরদেহ উদ্ধার

Home Page » আজকের সকল পত্রিকা » রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবিতে ১৪ রোহিঙ্গার মরদেহ উদ্ধার
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭



 ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসার পথে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবিতে ১৪ জন নিহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও আট জনকে। 

বৃহস্পতিবার বিকালে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইনানী সৈকতের পাটুয়ারটেক এলাকা থেকে এ লাশগুলো উদ্ধার করা হয়। উখিয়ার সহকারী কমিশনার (ভূমি) নুরউদ্দিন মোহাম্মদ শিবলী নোমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। নিহতদের মধ্যে অধিকাংশই শিশু। সেখানে উদ্ধার তৎপরতা চলছে।
তবে রফিক উল্লাহ নামে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, মৃতের সংখ্যা ৬০ থেকে ৭০ হবে।
এর আগে ২৫ আগস্ট রাখাইনে সহিংসতা শুরু হওয়ার পর নাফ নদী, বঙ্গোপসাগর ও মহেশখালীর সোনাদিয়া চর, শাহপরীর দ্বীপের মাঝেরপাড়া পয়েন্টসহ এলাকার বিভিন্ন নদী ও সাগর থেকে অন্তত ১০৯ রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়।

 

বাংলাদেশ সময়: ১৯:৩৯:৩২   ৬৯৩ বার পঠিত   #  #  #  #  #  #