রবিবার, ৯ জুন ২০১৩
গুগল গ্লাসের পরিবর্তে আসছে কনটাক্ট লেন্স!
Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » গুগল গ্লাসের পরিবর্তে আসছে কনটাক্ট লেন্স!বঙ্গ- নিউজ ডটকমঃ গুগল গ্লাসকে যারা পছন্দ করেন নি, তাদের জন্য সুখবর, ভবিষ্যতে গুগল গ্লাসের বিকল্প হিসেবে আসছে কনটাক্ট লেন্স যা ব্যবহারকারীর কর্নিয়াতে লাগাতে হবে।বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষকগণ ও স্যামসাং পরীক্ষামূলকভাবে ইতোমধ্যে তৈরিও করে ফেলেছে এই কনটাক্ট লেন্স।
এই লেন্সে ব্যবহার করা হবে নতুন ন্যানো ম্যাটেরিয়াল যা বর্তমানের কনটাক্ট লেন্সের তুলনায় আরও উন্নত হবে।
উলসান ন্যাশনাল ইউনিভার্সিটির কেমিক্যাল ইঞ্জিনিয়ার চ্যাং-উং পার্ক যিনি এই গবেষণার টীম লীডে রয়েছেন, তিনি মনে করেন ভবিষ্যতের এই কনটাক্ট লেন্সে একটি আধুনিক কম্পিউটারের সকল সুবিধা বিদ্যমান থাকবে এবং এটি পরিধান করা সাধারণ লেন্সের তুলনায় আরামদায়ক হবে।
তিনি আরও বলেন আমাদের লক্ষ হচ্ছে পরিধান যোগ্য কনটাক্ট লেন্স ডিসপ্লে তৈরি করা যা গুগল গ্লাসের মত সবকিছু করতে সক্ষম হবে।
বাংলাদেশ সময়: ১:১৪:০৪ ৪৬৩ বার পঠিত