মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০১৭

কালিয়াকৈরে গ্রাম আদালতে বিচার প্রক্রিয়ায় নারী অংশগ্রহনের গুরুত্ব, শীর্ষক কর্মশালা

Home Page » আজকের সকল পত্রিকা » কালিয়াকৈরে গ্রাম আদালতে বিচার প্রক্রিয়ায় নারী অংশগ্রহনের গুরুত্ব, শীর্ষক কর্মশালা
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০১৭



ফজলুল হক গাজীপুর প্রতিনিধি, বঙ্গ নিউজ ডটকমঃগাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ মিলণায়তনে গ্রাম আদালতে বিচার প্রক্রিয়ায় নারীর অংশ গ্রহনের গুরুত্ব শীর্ষক কর্মশালা গতকাল মঙ্গলবার অুনষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগের বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ( ২য় পর্যায়) প্রকল্প এর আওতায় আয়োজিত কর্মশালা উদ্বোধন করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম ।
মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশন সার্বিক সহায়তায় কালিয়াকৈর উপজেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে। একর্মশালায় গ্রাম আদালতে নারীদের অংশগ্রহনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশন এর কালিয়াকৈর উপজেলা সমন্নয়ক মোঃ জাহাঙ্গীর আলম পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারী উন্নয়ন ফোরাম কালিয়াকৈর উপজেলা শাখার সভানেত্রী ও কালিয়াকৈর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার, নারী উন্নয়ন ফোরাম কালিয়াকৈর উপজেলা শাখার সাধারণ সম্পাদিকা মরিয়ম বেগম, মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশন এর ইউনিয়ন সমন্নয়ক গৌতম চন্দ্র দাস,সাংবাদিক জাহাঙ্গীর আলম, ---ফজলুল হক,  কালিয়াকৈর উপজেলার ৬ টি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:০৫:৪৭   ৬২৯ বার পঠিত