মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০১৭

স্বাক্ষরতা ও অক্ষর জ্ঞান চায় নিরক্ষর মানুষেরা

Home Page » ফিচার » স্বাক্ষরতা ও অক্ষর জ্ঞান চায় নিরক্ষর মানুষেরা
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০১৭



ফাইল ছবি

আল আমিন আহমেদ, সুনামগঞ্জ প্রতিনিধি, ‘‘বঙ্গ নিউজ’;
‘সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলাধীন বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের মোহাম্মদআলীপুর ও আদর্শগ্রাম, এ দুটি গ্রামে বয়স্ক লোকদের স্বাক্ষরতার হার খুবই কম। এ দুটিগ্রামের বেশ কয়েকজন নিরক্ষর ব্যক্তির সঙ্গে কথা বলে জানতে পারলাম যে, তারা স্বাক্ষতার আওতায় আসতে অত্যন্ত আগ্রহী। এলাকাটি অত্যন্ত দরিদ্র এলাকা বিধায় দিনে মানুষগুলো বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত থাকে। তাই যারা স্বাক্ষরতার আওতায় আসতে আগ্রহী তাদের সকলের স্বার্থে নৈশ বিদ্যালয়ে পড়লে একদিকে যেমন কাজকর্ম করতে পারবে অন্যদিকে তারা স্বাক্ষতাসহ অক্ষর জ্ঞান লাভ করতে পারবে। এদুটি গ্রামের নিরক্ষর মানুষের অক্ষরজ্ঞান ও স্বাক্ষরতা লাভ করার স্বার্থে একটি নৈশ বিদ্যালয় স্থাপন করা অত্যন্ত জরুরী। এতে এ দুটি গ্রামের নিরক্ষর মানুষগুলো নৈশ বিদ্যালয় স্থাপনে তাদের সহযোগীতা করার জন্য সংশ্লীষ্ট কর্তপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

বাংলাদেশ সময়: ১৪:৩৪:৪০   ৮২৮ বার পঠিত   #  #  #  #  #  #