মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০১৭
গোর্নিকা এখনও- রোকসানা লেইস
Home Page » সাহিত্য » গোর্নিকা এখনও- রোকসানা লেইস
ঘাই মারে বুকের ভিতর যে শব্দ বিন্যাস
তা কখনই প্রকাশ করতে পারি না।
অপ্রকাশের অপুর্ণতা কুঁড়ে কুঁড়ে খায়।
জলপাই বন, তামাটে রঙ, হয়ে যায়।
রঙহীন জল হয়ে যায় লাল, রক্তের মতন লাল।
লোহিত কনিকা ভাসে স্রোতের বুদবুদে।
সাপ্লাইর জলে অসংখ্য মানুষের মিলিত রক্ত কনিকা
ঘাম এবং মাংসের কনা মিলে মিশে সরবত হয়ে থাকে।
অনিমেষ- ট্যাপ খুলে
আমরা পান করি চুমুকে চুমুকে হাসির হুল্লেরে মেতে।
একবারও তাকিয়ে দেখি না কতটা
পান করছি, মানুষ জীবন।
ছিন্ন ভিন্ন মানুষ, প্রতিদিন মিশে যায় আমাদের শরীরে।
শব্দ ভাণ্ডার হারিয়ে যায়, থমকে তাকিয়ে দেখি,
পৃথিবীতে ঘটে যাওয়া তাবদ রক্তক্ষরণ,
উচ্ছেদে আবাসহীন মানুষের হাহাকার
আর দখলদারি উল্লাস।
বিস্ফোরিত নির্বাক চোখের ভাষা পড়তে
গড়ায় অশ্রুজল।
মানবিক মানুষ, এই চোখে তাকিয়ে থাকতে পারে না।
অন্যদিকে, ওদের আহ্লাদ বাড়ে, ভয়ে বিস্ফোরিত চোখ দেখে
উলঙ্গ ঝুলিয়ে দেয়া বা চোখের পাতা উপড়ে নেয়া
লজ্জাশীল নারীর বসন খুলে ফেলার মাতাল উন্মাদনায়
মানবেতর মৃত্যু দেখে অট্টহাসিতে তৃপ্ত হয়
সঙ্গম শেষের নির্জিবতায় ভাবে
পৃথিবীতে আর সব মিথ্যা শুধু নিজেরা সত্য যুধিষ্ঠি।
ক্লান্ত হয়ে যাই মাতৃহীন শিশুর, উপুড় হয়ে পড়ে থাকা দেহ ভাড়ে।
ট্রমা আক্রান্ত, চোখ দেখে ;নির্বিকার অসুস্থতা জড়িয়ে ধরে দেহ মনে।
শান্তির পায়রা উড়িয়ে তখনও শান্তি শান্তি রব উঠে
কিন্তু পৌঁছায় না একমুখো দানবের দেয়াল ফুঁড়ে শান্তি বারতা।
শান্তি, শব্দটি তাদের অভিধানে নেই।
গোর্নিকার ধ্বংসস্তুপ, স্পেন ছাড়িয়ে ছড়িয়ে যায় পৃথিবীর চর্তুদিকে
অথচ শান্তির পায়রা উড়ছে সমান ভাবে।
ভীত কম্পিত ভাষাহারা মানুষের
ভাবলেশহীন চোখের সামনে পরে; আমি কেবল কুঁকড়ে যাই
ভীষণ কুঁকড়ে ম্লান হয়ে যাই,
শরীর জুড়ে ভয়ার্ত শীতল সর্পিল স্পর্শ জাগে
পালিয়ে যেতে চাই ভাবলেশহীন দৃষ্টি থেকে দূরে-
এ আমার অপারগতা ক্ষমার অযোগ্য অপারগতা।
তবু প্রার্থনা কায়মনে চুপি চুপি-
পায়রাগুলো উড়ে উড়ে শান্তি, নামাতে পার তো যদি এ পৃথিবীতে
বাংলাদেশ সময়: ১:০৪:৪৪ ৬৩০ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News