সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০১৭

জিহাদ চাই; নিরব রায়হান

Home Page » সাহিত্য » জিহাদ চাই; নিরব রায়হান
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০১৭



নাফ নদীতে ঝাপ দিয়েও
পেলো না যারা মুক্তি
তাদের জন্য মুখটা কাঁদে
বিবেক পায়না কোন শক্তি।

চোখের ভিতর কাদামাটি
রেখেছো কি লেপে?
তা না হলে বিশ্বমানব
যাওনা কেনো ক্ষেপে -!

নাফের ঐ নীলরঙা পানি
পরিণত হলো রক্ত লালে
মুসলিম তুমি ঘুমাচ্ছো ভাই
আর কিসের, কোন বেড়াজালে?

বিবেক যদি না কাঁদে ভাই
ভাইয়ের রক্তের জন্য
কি করে ভাইভাই হলো মুসলিম
ঠাঁইঠাঁই যদি হয় ছিন্নভিন্ন!

লণ্ডভণ্ড করে ফেলো
বিবেককে দাও নাড়া
মুসলিম সবকে মেরেকেটে
মাটিতে মিশাচ্ছে যারা।

সব ভাইয়েরা জ্বলে উঠুক
এই আমার অভিব্যক্তি
ওরে ভাই-
নাফ নদীতে ঝাপ দিয়েও
পেলো না যারা মুক্তি। -!

তাঁদের তরে আমরা আছি
আমরা যে সবে ভাই
ভাইয়ের রক্তের জন্য- জিহাদ
জিহাদ, জিহাদ - জিহাদ চাই।

নিরব রায়হান ফাইল ছবি

বাংলাদেশ সময়: ২২:২৪:৩২   ৬৪০ বার পঠিত   #  #  #  #  #  #