সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০১৭

রোহিঙ্গা নারীর শরীরে এইচআইভি ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে

Home Page » জাতীয় » রোহিঙ্গা নারীর শরীরে এইচআইভি ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০১৭



 রোহিঙ্গা শরণার্থী

বঙ্গ-নিউজ:  দুই রোহিঙ্গা নারীর শরীরে এইচআইভি ভাইরাসের উপস্থিতি পেয়েছেন চিকিৎসকরা। তাদেরকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কক্সবাজারের উখিয়ার শরণার্থী শিবির থেকে রোববার (২৪ সেপ্টেম্বর) রাতে তাদের পাঠানো হয় বলে জানায় পুলিশ। আক্রান্ত নারীদের একজনের বয়স ৫০ বছর, অন্যজনের ৬০ বছর।

সরকারি হিসেবে বাংলাদেশে এ পর্যন্ত ৪ হাজার ১৪৩ জনের মধ‌্যে এইচআইভি সংক্রমণের তথ‌্য পাওয়ার কথা এ বছরই জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এর মধ্যে ৬৫৮ জনের মৃ‌ত‌্যু ঘটেছে।

এইচআইভি আক্রান্ত দুই নারীর সঙ্গে সাপের কামড় খাওয়া এক বৃদ্ধকেও কুতুপালং শরণার্থী শিবির থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত ২৫ অগাস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে পুলিশ পোস্ট ও সেনা ক্যাম্পে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর থেকে সীমান্তে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের ঢল নামে। শরণার্থীর সংখ্যা এরই মধ্যে ৪ লাখ ছাড়িয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:০৩:৫২   ৬৫৭ বার পঠিত   #  #  #